Wednesday 05 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বন্ধুকে অজ্ঞান করে তার মেয়েকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ জুন ২০২২ ১৯:০২

জয়পুরহাট: পাঁচবিবি উপজেলায় কোমল পানীয়ের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে বাবা-মেয়ে দু’জনকে অজ্ঞান করে ৮ম শ্রেণি পড়ুয়া মেয়েকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

ধর্ষণের অভিযোগে হায়দার আলী (৫০) নামে ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৩ জুন) সকালে উপজেলার গোড়না এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করেছেন। হায়দার আলী পাঁচবিবি উপজেলার বিনশিরা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

ওসি পলাশ চন্দ্র জানান, গ্রেফতারকৃত হায়দার আলীর মেয়েটির বাবার বন্ধু ছিলো। এই সুবাদে মেয়েটির বাড়িতে নিয়মিত যাতায়াত করত সে। বুধবার (১ জুন) রাতে ওই মেয়ে ও তার বাবা বাড়িতে ছিলেন। এসময় হায়দার আলী কোমল পানীয়ের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে বাবা-মেয়ে দু’জনকেই খাইয়ে দেন। কিছুক্ষণ পর তাঁরা অচেতন হয়ে পড়লে বাবাকে রুমের মধ্যে রেখে মেয়েকে ধর্ষণ করে পলিয়ে যান হায়দার আলী।

বিজ্ঞাপন

সকালে স্থানীয়রা বাবা-মেয়েকে দু’জনকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় মেয়েটির বাবা বাদি হয়ে থানায় মামলা করলে হায়দার আলীকে গ্রেফতার করা হয়।

সারাবাংলা/এমও