Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপিকে দাঁতভাঙা জবাব দিতে হবে: কামরুল ইসলাম

সিনিয়র করেসপন্ডেন্ট
৩ জুন ২০২২ ২০:০৫

ঢাকা: বিএনপিকে আন্তর্জাতিকভাবে একটা সন্ত্রাসী দল উল্লেখ করে তাদের বর্তমান কার্যক্রমের দাঁতভাঙা জবাব দেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

শুক্রবার (৩ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও দেশব্যাপী বিএনপির নৈরাজ্য ষড়যন্ত্রের প্রতিবাদে যৌথভাবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ মহিলা আওয়ামী লীগ আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এ আহ্বান জানান।

বিজ্ঞাপন

পাকিস্তানের গোয়েন্দা সংস্থা-আইএসআইর প্রেসক্রিপশনে বিএনপির জন্ম মন্তব্য করে অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, ‘এই দলটি কোনোদিনই গণতন্ত্রকে বিশ্বাস করতে পারে না। সেনা ছাউনিতে যে দলটার জন্ম, সেই দলটি কোনও অবস্থায় গণতন্ত্রে বিশ্বাস করতে পারে না। গণতন্ত্রের পক্ষে থাকতে পারে না।’

তিনি আরও বলেন, ‘আজকে তারা (বিএনপি) স্লোগান দিচ্ছে ’৭৫-এর হাতিয়ার গর্জে ওঠো আরেকবার। এই স্লোগান, তাদের যে চারিত্রিক বৈশিষ্ট্য, তার প্রকাশ করে। তারা ক্রমান্বয়ে পুরনো কায়দায় সন্ত্রাসের দিকে যাবে, তারই একটা মহড়া এখন দিচ্ছে। সবাইকে প্রস্তুত থাকতে হবে এবং দাঁতভাঙা জবাব দিতে হবে, পরিষ্কার কথা।’

উন্নয়নবিরোধী রাজনীতিকদের যে কোনো মূল্যে প্রতিহত করা হবে মন্তব্য করে অনুষ্ঠানে আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘যারা মানুষ হত্যা, ধ্বংস ও উন্নয়নবিরোধী রাজনীতি করে তাদের বাংলার মানুষ মেনে নেবে না। নারীরা রাস্তায় নেমেছে, তারা একত্রে বলছেন, এই অপশক্তিকে যেকোনও মূল্যে প্রতিহত করব।’

বিজ্ঞাপন

দীপু মনি বলেন, ‘যেই অপশক্তি ’৭৫-এ বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার চেষ্টা চালিয়েছিল, কিন্তু আল্লাহর অশেষ রহমতে বঙ্গবন্ধুর দুই কন্যা বিদেশে থাকায় বেঁচে গেছেন। সেই অপশক্তি তাদের দুজনকে নিশ্চিহ্ন করে দিতে অনেক বছর ধরে চেষ্টা করছে। এই অপশক্তি আবারও নির্বাচনকে সামনে রেখে বিশেষ করে আমাদের স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনকে সামনে রেখে অপতৎপরতা জোরদার করছে। তারা এমন সব আস্ফালন করছে, যা পৃথিবীর কোনও রাজনীতিতে গ্রহণযোগ্য হতে পারে না।’

প্রতিবাদ সমাবেশ আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খাতুন, সাধারণ সম্পাদক মাহমুদা বেগমসহ সংগঠনের নেত্রীরা।

সারাবাংলা/এনআর/একে

আওয়ামী লীগ কামরুল ইসলাম বিএনপি সাবেক খাদ্যমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর