Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘হাইড্রোজেন পার-অক্সাইড ছড়িয়ে পড়ায় আগুন নিয়ন্ত্রণে আসছে না’

সিনিয়র করেসপন্ডেন্ট
৫ জুন ২০২২ ১৪:২২ | আপডেট: ৫ জুন ২০২২ ১৫:৪৮

ঢাকা: চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ১৮ ঘণ্টা পেরিয়ে গেলেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মাইন উদ্দিন বলেছেন, বিস্ফোরণে হাইড্রোজেন পার-অক্সাইড ছড়িয়ে পড়ায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না।

রোববার (৫ জুন) দুপুরে সীতাকুণ্ডের বিস্ফোরণস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ সব তথ্য জানান।

ফায়ার সার্ভিসের ডিজি বলেন, ‘২৫টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পাশাপাশি সেনাবাহিনী, নৌ-বাহিনী, পুলিশ ও র‌্যাবসহ স্থানীয়রা উদ্ধারকাজে যোগ দিয়েছেন।’

রাসায়নিকে আগুন লাগলে কী করতে হয়?

তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি প্রধান কাজ হচ্ছে হতাহতদের উদ্ধার করা। যারা নিখোঁজ আছেন তাদের খুঁজে বের করা। তাদের হাসপাতালে পৌঁছে দেওয়া।

এর আগে শনিবার (৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। ওই ডিপোর মালিক দৈনিক পূর্বদেশ পত্রিকার সম্পাদক মুজিবুর রহমান। তিনি স্মার্ট গ্রুপের পরিচালক। এছাড়াও তিনি চট্টগ্রাম দক্ষিণ আওয়ামী লীগের কোষাধ্যক্ষ।

আরও পড়ুন: 

সীতাকুণ্ডের বিস্ফোরণে আহতদের পাশে ছাত্রলীগ
সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে আগুন, আহত শতাধিক
সীতাকুণ্ডে বিস্ফোরণে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক
কনটেইনার ডিপোতে বিস্ফোরণ, নিহতের সংখ্যা বেড়ে ৩২
সীতাকুণ্ডে হতাহতদের জন্য ক্রিকেটারদের সাহায্য প্রার্থনা
সীতাকুণ্ডে বিস্ফোরণ, পুলিশ সদস্যসহ ৩ জন বার্ন ইনস্টিটিউটে
‘হাইড্রোজেন পার-অক্সাইড ছড়িয়ে পড়ায় আগুন নিয়ন্ত্রণে আসছে না’

সারাবাংলা/ইউজে/এএম

টপ নিউজ সীতাকুণ্ডে আগুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর