ছোট ভাইকে হত্যার পর থানায় গিয়ে আত্মসমর্পণ
৫ জুন ২০২২ ১৫:১৯
ঝালকাঠি: জেলার নলছিটি উপজেলায় পারিবারিক কলহের জেরে ছোট ভাই মেশকাত হাসানকে (২৩) পিটিয়ে ও কুপিয়ে হত্যার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন মেজ ভাই মেহেদি হাসান (৩২)।
রোববার (৫ জুন) সকালে উপজেলা শহরের টিঅ্যান্ডটি রোড এলাকায় এ ঘটনা ঘটেছে। তারা দু’জন ওই এলাকায় মৃত আমির আলি তালুকদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জেরে গতকাল শনিবার (৪ জুন) রাতের যেকোনো এক সময় ছোট ভাই মেশকাত হাসানকে কুপিয়ে ও রড দিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করে বাসার দোতলার একটি কক্ষে আটকে রাখেন মেজ ভাই মেহেদি হাসান। ভোররাতে মেহেদি বাসার নিচতলায় গিয়ে বড় ভাই রুহুল আমিন তালুকদারকে ডেকে তুলে মেশকাতকে মারধরের কথা জানায়। পরে রুহুল আমিন আজ (রোববার) সকাল ৭টার দিকে মেশকাতকে রক্তাক্ত অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, নিহতের ভাই মেহেদি হাসান থানায় এসে আত্মসমর্পণ করেছেন। এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।
এ বিষয়টি জানার পরপরই পুলিশের একটি টিমকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। মরদেহের ময়নাতদন্তের পর নলছিটিতে নিয়ে আসা হবে বলে জানিয়েছেন ওসি আতাউর রহমান।
সারাবাংলা/এনএস