Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটে পাহাড় ধসে একই পরিবারের ৪ জনের প্রাণহানি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ জুন ২০২২ ০৮:৪৫

সিলেট: সিলেটের জৈন্তাপুরে পাহাড় ধসে একই পরিবারের চারজনের প্রাণহানি হয়েছে। সোমবার (৬ জুন) সকালে চিকনাগুলের সাতজনি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জুবের আহমদ (৩৫), তার স্ত্রী সুমি বেগম (৩০), তাদের ৫ বছর বয়সি ছেলে সাফি আহমদ ও জুবের আহমদের মা শামীমারা বেগম (৪৮)। এই ঘটনায় আহত ছয়জনকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, ওই গ্রামের কয়েকটি পরিবার পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছিল। রাতে অবিরাম বৃষ্টিপাতের কারণে পাহাড়ের একাংশ ধসে পড়ে। এতে একই পরিবারের চারজন মাটিচাপায় মারা যান।

স্থানীয় ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী জানান, অতিরিক্ত বৃষ্টিতে সাতজমি এলাকার একটি টিলা ধসে ঘরের ওপর পড়ে। এতে টিলার পাদদেশে বসবাস করা ওই পরিবারের ৪ সদস্য মারা যান।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর বলেন, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হবে।

সারাবাংলা/এএম

পাহাড় ধস সিলেট

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর