Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

থাইল্যান্ডে বৈধতা পেল গাঁজার ব্যবসা

আন্তর্জাতিক ডেস্ক
৯ জুন ২০২২ ১১:৪৮

দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম দেশ হিসেবে থাইল্যান্ডে অবৈধ মাদকের তালিকা থেকে গাঁজা বাদ দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে, দেশটির নাগরিকরা বাড়িতে গাঁজার চাষ এবং বাজারে বিক্রি করতে পারবেন। যদিও, সেখানে গাঁজার বিনোদনমূলক ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা এখনো প্রত্যাহার করা হয়নি।

গাঁজার পক্ষে থাকা আইনজীবীরা বিবিসিকে জানিয়েছেন, ধাপে ধাপে তারা গাঁজা ব্যবহার বৈধ করার জন্য কাজ শুরু করেছেন।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, গাঁজা উৎপাদন এবং বিপণনে বৈধতা দেশটির কৃষি এবং পর্যটন খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে। একইসঙ্গে, সরকারিভাবে নাগরিকদের মধ্যে ১০ লাখ গাঁজা গাছের চারা বিতরণ করা হবে বলে জানিয়েছে বিবিসি।

এ ব্যাপারে থাইল্যান্ডের উপ প্রধানমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী অনুতিন চারনবিরাকুল সামাজিক যোগাযোগের মাধ্যমে বলেছেন, এই সুযোগ কাজে লাগিয়ে রাষ্ট্র এবং নাগরিকরা উপার্জনের নতুন মাধ্যমে প্রবেশ করতে পারবে।

বৃহস্পতিবার (৯ জুন) থেকে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে প্রতিটি থাই পরিবার ছয়টি করে গাঁজার গাছ লাগাতে পারবে। এর বাইরে কোম্পানিগুলো বাণিজ্যিকভাবে গাঁজা উৎপাদন ও বিপণনের জন্য সরকারি অনুমোদন নিতে পারবে।

সারাবাংলা/একেএম

গাঁজার ব্যবসা থাইল্যান্ড বৈধতা

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর