Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ জুন ২০২২ ১৪:১৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়পুরহাট: জয়পুরহাটে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আজাদুল ইসলাম (৪৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুন) সকালে পাঁচবিবি উপজেলার ফিচকাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব এ খবর নিশ্চিত করেছেন।

নিহত কৃষক আজাদুল ইসলাম পাঁচবিবি উপজেলার ফিচকা পাড়া গ্রামের মুজিবর রহমানের ছেলে।

পলাশ চন্দ্র দেব জানান, বৃহস্পতিবার সকালে হালকা বৃষ্টির মধ্যে বাড়ির পাশের জমিতে আজাদুল পলো দিয়ে মাছ ধরতে যান। এ সময় হঠাৎ বজ্রপাতে আজাদুলের পুরো শরীর ঝলসে যায়। পরে গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএম

বজ্রপাত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর