আম কুড়াতে গিয়ে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি
৯ জুন ২০২২ ১৪:৪৯
চাঁপাইনবাবগঞ্জ: শিবগঞ্জে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে দুই নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ জুন) সকালে ঝড়বৃষ্টির সময় উপজেলার চককীর্তি ইউনিয়নের আঁখিরা গ্রাম ও বিনোদপুর ইউনিয়নের সাতরশিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, আঁখিরা গ্রামের মেরিনা বেগম (৪০), একই গ্রামের খাইরুল ইসলাম (৫০) ও বিনোদপুর ইউনিয়নের সাতরশিয়া গ্রামের সেমিয়ারা বেগম (৪২)।
শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জুবায়ের আহমেদ জানান, সকাল ৭টার দিকে ঝড়বৃষ্টির সময় তারা বাড়ির পাশে বাগানে আম কুড়াচ্ছিলেন। এ সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়।
চককীর্তি ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হাসান আনু মিয়া জানান, বজ্রপাতে নিহত দুইজনের পরিবারকে নিয়ম অনুযায়ী আর্থিক সহায়তা প্রদান করা হবে। তাদের দাফনের ব্যবস্থা করাও হয়েছে।
শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুর ইসলাম জানান, বজ্রপাতে নিহত হওয়া প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা করে সরকারি সহায়তা দেওয়া হয়েছে।
সারাবাংলা/এএম