Thursday 24 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁয় সাড়ে ৩৬ কেজি গাঁজাসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ জুন ২০২২ ১৬:০২

নওগাঁ: সাড়ে ৩৬ কেজি গাঁজাসহ আনোয়ার হোসেন (৪৪) এবং ইসমাইল হোসেন (৪০) নামে দুই মাদক ব্যবসায়ীকে করেছে র‌্যাব। বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে নওগাঁ সদর উপজেলার পারনওগাঁ আলুপট্টি মোড় এলাকার সামনে থেকে তাদের আটক করা হয়।

আটক আনোয়ার হোসেন কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার বড়দশিয়া গ্রামের মৃত আব্দুল ওহাবের ছেলে এবং ইসমাইল হোসেন একই উপজেলার দক্ষিণ তেতাভুমি গ্রামের মৃত ময়লন হোসেনের ছেলে।

র‍্যা জানায়, বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে ৩৬ কেজি ৫শ গ্রাম গাঁজা এবং একটি পিকআপসহ আনোয়ার হোসেন এবং ইসমাইল হোসেনকে আটক করা হয়। আনোয়ার এবং ইসমাইল দীর্ঘদিন ধরে গাঁজার ব্যবসা করে আসছিল। তাদের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা করা হয়েছে।

সারাবাংলা/এসএসএ

নওগাঁ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর