Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়দা আমদানিতে কমছে শুল্ক, কমতে পারে দাম

সারাবাংলা ডেস্ক
৯ জুন ২০২২ ১৬:১৩

ঢাকা: গমের ময়দা আমদানিতে ১০ শতাংশ শুল্ক কমানোর প্রস্তাব করা হয়েছে। দ্বিতীয় প্রধান এই খাদ্যদ্রব্যের আমদানিতে আগের নির্ধারিত শুল্ক ছিল ২৫ শতাংশ। শুল্ক কমার কারণে ঊর্ধ্বমুখী থাকা এই পণ্যের দাম কমতে পারে।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থ বছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এই প্রস্তাব করেন।

এছাড়াও কৃষিপণ্যের মধ্যে চিটাগুড় আমদানিতেও ৫ শতাংশ শুল্ক কমানোর প্রস্তাব করা হয়েছে। তবে দাম বাড়তে পারে পনির জাতীয় খাদ্যদ্রব্যের। এই পণ্যে নতুন করে ২০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, বর্তমানে আমদানি করা বিদেশি ময়দার ওপরে ২৫ শতাংশ শুল্ক আরোপ রয়েছে। তবে প্রস্তাবিত বাজেটে এই শুল্ক ১০ শতাংশ কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে। এতে করে আমদানি করা ময়দার দাম কিছুটা কমতে পারে।

এর আগে ২০২২-২০২৩ অর্থবছরে ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। প্রস্তাবিত বাজেটের মূল প্রতিপাদ্য– ‘কোভিডের অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় প্রত্যাবর্তন’।

সারাবাংলা/এএম

২০২২-২৩ অর্থবছরের বাজেট বাজেট ২০২২-২৩

বিজ্ঞাপন
সর্বশেষ

বিএসইসি‘র চেয়ারম্যানের পদত্যাগ দাবি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫১

বাড়তে পারে তাপমাত্রা
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৩৪

গুলশানে দুইজনের গলাকাটা মরদেহ উদ্ধার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১২:৫৫

সম্পর্কিত খবর