করমুক্ত আয় থাকছে ৩ লাখ টাকাই
৯ জুন ২০২২ ১৬:৩৩
ঢাকা: প্রস্তাবিত ২০২২-২৩ অর্থবছরের বাজেটেও ব্যক্তি শ্রেণির আয়কর সীমা অপরিবর্তিত রাখার প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ বছরে কোনো ব্যক্তির আয় তিন লাখ টাকার বেশি হলে তাকে আয়কর দিতে হবে।
বৃহস্পতিবার (৯ জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য তুলে ধরেন। ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, ২০০৯-২০১০ অর্থবছরে ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য করমুক্ত আয়ের সীমা ছিল মাত্র ১ লাখ ৬৫ হাজার টাকা, যা ক্রমান্বয়ে বাড়িয়ে ২০২০-২০২১ অর্থবছরে ৩ লাখ টাকায় উন্নীত করা হয়েছে। পরবর্তী অর্থবছরেও তা বহাল রাখা হয়েছে। নারী করদাতা, সিনিয়র করদাতা, প্রতিবন্ধী করদাতা, তৃতীয় লিঙ্গ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য করমুক্ত আয়ের এই সীমা আরও বেশি।
তিনি বলেন, ২০০৯-২০১০ অর্থবছর থেকে বর্তমান সময় পর্যন্ত স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি এবং ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের করহার ২৭ দশমিক ৫ শতাংশ ও ৪২ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে যথাক্রমে ২২ দশমিক ৫ শতাংশ ও ৩৭ দশমিক ৫ শতাংশে হ্রাস করা হয়েছে।
সরকারের এই যুগোপযোগী কর নীতির ফলশ্রুতিতে করদাতাদের মধ্যে যেমন কর পরিপালনে আগ্রহ তৈরি হয়েছে, তেমনি দেশে বিনিয়োগ ও কর্মসংস্থানের পরিমাণও বেড়েছে বলেও উল্লেখ করেন অর্থমন্ত্রী মুস্তফা কামাল।
সারাবাংলা/ইএইচটি/এনএস