নেত্রকোনা: ট্রেনের নিচে কাটা পড়ে সুরাইয়া আক্তার (৪০) এক নারী নিহত হয়েছেন।
শুক্রবার (১০ জুন) বিকালে নেত্রকোনা সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের পেট্রোল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুরাইয়া আক্তার সদর উপজেলার বাংলা ইউনিয়নের শিমুলিয়া গ্রামের আবুল কাশেমের স্ত্রী। তিনি চার সন্তানের মা ছিলেন।
তিনি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছে নিহতের পরিবার।
নিহতের স্বামী ও স্থানীয়রা জানান, শুক্রবার দুপুর একটার দিকে একই এলাকায় বাবার বাড়ি যাওয়ার কথা বলে তিনি বেরিয়ে যান। তিনি একা একা বিকাল আনুমানিক ৪টার দিকে রেল লাইনের উপর দিয়ে হাঁটছিলেন। এসময় মোহনগঞ্জ থেকে বিপরীত দিকে ছেড়ে আসা মহুয়া ট্রেনের নিচে কাটা পড়ে তিনি ঘটনাস্থলে নিহত হন।
মোহনগঞ্জ রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. নুরুজ্জামান বলেন, ‘সুরাইয়া আক্তারের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’