ঢাকা: ইউক্রেনের তিনটি যুদ্ধবিমান ও ১২টি ড্রোন ভূপাতিত করেছে রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। শনিবার (১১ জুন) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ দাবি করেছে। বার্তাসংস্থা রয়টার্স ও তাসের খবর।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ইগর কোনাশেনকভ তার বিবৃতিতে বলেন, ‘ইউক্রেনের মিকোলায়িভ অঞ্চলে দুইটি মিগ-২৯ এবং খারকিভ অঞ্চলে আরও একটি সু-২৫ যুদ্ধবিমান ভূপাতিত করা হয়।’ তবে এ ব্যাপারে ইউক্রেনীয় কর্তৃপক্ষের তরফ থেকে এখনও কোনো মন্তব্য আসেনি।
এছাড়াও কোনাশেনকভ জানান, রাশিয়ার বিমান প্রতিরক্ষা খারকিভ অঞ্চলের ডলগেনকোয়ে সুখায়া কামেনকা এবং মালায়া কামিশেভাখা অঞ্চলে ইউক্রেনীয় সেনাদের ছোঁড়া একাধিক রকেট ধ্বংস করে দিয়েছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আরও জানান, খারকিভ অঞ্চলের ইলিচেভকা, চকালোভস্কয়, ক্রাসনয়ে, মালয়ে প্রখোডি, জাভোডি, ব্রাজকোভকা, ভার্নোপলি, ওভোদমিত্রভস্কায়া এবং গ্রুশেভাখা, ভাসিলিভকা, স্টাখানভ এবং টেপলোগোর কাছাকাছি ১২টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে।