Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কনটেইনার বিস্ফোরণ, দগ্ধ আরও একজনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১২ জুন ২০২২ ১৬:১০

নুরুল কাদের

চট্টগ্রাম: সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণে দগ্ধদের মধ্যে চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম নুরুল কাদের। তিনি বাঁশখালীর বাসিন্দা। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৪৬ দাঁড়িয়েছে।

রোববার (১২ জুন) দুপুর ২টায় তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা। একই দিন ভোরে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন গাউসুল আজম নামের এক ফায়ার ফাইটার।

বিজ্ঞাপন

নুরুল কাদের মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন পার্কভিউ হাসপাতালের ডিজিএম মো. হুমায়ুন কবির। তিনি বলেন, হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় নুরুল কাদের নামে আরেক ব্যক্তি আজ রোববার দুপুর ২টা বাজে মারা যান। এর আগে লাইফ সাপোর্টে ছিলেন তিনি।

প্রসঙ্গত, ৪ জুন দিবাগত রাতে সীতাকুণ্ডের সোনাইছড়ি এলাকায় অবস্থিত বিএম কন্টেইনার ডিপোতে আগুন লেগে বিস্ফোরণ ঘটে। এতে দগ্ধ হয়ে শতাধিক শ্রমিক ও কর্মকর্তা চমেক হাসপাতাল, জেনারেল হাসপাতাল এবং পার্কভিউ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ।

শ্রম মন্ত্রণালয় থেকে নিহত প্রত্যেকের পরিবারকে ২ লাখ টাকার চেক দেওয়া হচ্ছে জেলা প্রশাসনের মাধ্যমে। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের ৫০ হাজার ও আহতদের ২৫ হাজার টাকা দেওয়া হয়েছে বলেও জানান জেলা প্রশাসক মো. মমিনুর রহমান।

সারাবাংলা/এসএন/এনএস

টপ নিউজ বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণ

বিজ্ঞাপন
সর্বশেষ

বিএসইসি‘র চেয়ারম্যানের পদত্যাগ দাবি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫১

বাড়তে পারে তাপমাত্রা
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৩৪

গুলশানে দুইজনের গলাকাটা মরদেহ উদ্ধার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১২:৫৫

সম্পর্কিত খবর