মেহেরপুর: জেলা শহরে সড়ক দুর্ঘটনায় তিশা (১৪) নামের এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। তিশা মেহেরপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
রোববার (১২ জুন) সকালে স্কুল যাওয়ার পথে জেলা পরিষদের গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত তিশা জেলা প্রশাসকের গাড়ি চালক আব্দুল মোমিনের মেয়ে।
স্থানীয়রা জানায়, তিশা তার ভাইয়ের সঙ্গে মোটরসাইকেলে করে স্কুল যাচ্ছিল। সদর উপজেলার সামনে পৌঁছালে সামনের সাইকেলের সঙ্গে ধাক্কা লাগায় পেছন থেকে তিশা ছিটকে রাস্তায় পড়ে যায়। এ সময় ইঞ্জিন চালিত ট্রলির নিচে চাপা পড়ে সে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিশাকে মৃত ঘোষণা করেন।
মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান জানান, সড়ক দুর্ঘটনায় নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।