Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ জুন ২০২২ ১৮:৩০

জামালপুর: জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের পাশে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধ বালু উত্তোলনের বন্ধের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা।

রোবাবার (১২ জুন) দুপুরে সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের বানার নয়া বাজার এলাকায় স্থানীয় এলাকাবাসী ঘণ্টাব্যাপী ওই মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন থেকে একটি প্রভাবশালী মহল জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের পাশে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধ বালু উত্তোলন করে আসায় মহাসড়ক, শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও বিভিন্ন স্থাপনা হুমকির মুখে পড়েছে। এ ঘটনায় স্থানীয়রা প্রতিবাদ করলেও বন্ধ হয়নি বালু উত্তোলন। উল্টো প্রভাবশালীদের হুমকির মুখে পড়তে হয় তাদের।

এসময় বক্তারা অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধনে ইউনিয়ন পরিষদের সদস্য উকিল উদ্দিন, আয়েশা বেগম, রুজিনা আক্তার, শাহজান আলী, মুরাদ উদ্দিনসহ স্থানীয়রা বক্তব্য রাখেন।

সারাবাংলা/এমও

অবৈধ বালু উত্তোলন ব্রহ্মপুত্র নদ মানববন্ধন

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর