রোহিঙ্গা ক্যাম্পে ১৬ বিদেশি আটক
১৯ এপ্রিল ২০১৮ ২৩:০৯
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
কক্সবাজার: অনুমতি ছাড়া কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে কাজ করার অভিযোগে ১৬ বিদেশি নাগরিককে আটক করেছে র্যাব।
র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের সদস্যরা বৃহস্পতিবার (১৯ এপ্রিল) বিকেল ৩ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তাদের আটক করা হয় বলে জানিয়েছেন র্যাব কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর রহুল আমিন।
আটকদের মধ্যে দুইজন জার্মান নাগরিক, ৬ জন যুক্তরাজ্যের এবং ৮ জন যুক্তরাষ্ট্রের নাগরিক রয়েছেন।
র্যাবের কোম্পানি কমান্ডার মেজর রহুল আমিন জানান, বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর উদ্যোগে বিশেষ যৌথ তল্লাশি পোস্ট বসানো হয়। এ সময় ওইসব বিদেশির কাগজপত্র যাচাই করা হয়। কিন্তু তাদের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র ছিল না। শুধু পাসপোর্টের ফটোকপি ছিল। তাই তাদের আটক করা হয়। আটককৃতদের উখিয়া ও টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি বলেন, আটকদের মধ্যে ১২ জনের পাসপোর্ট এবং ভিসা সাথে নেই। বাকি ৪ জন বিজনেস ও টুরিস্ট ভিসায় বাংলাদেশে এসেছেন। ওই বিদেশিরা অনুমতি ছাড়াই টেকনাফ ও উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে কাজ করছেন যা আইনসঙ্গত নয়। যাচাই বাছাই করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
সারাবাংলা/ এমএইচ/এমআইএস
** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook