‘পাচার হওয়া টাকা ফিরিয়ে এনে ভোগের বিধান অনৈতিক’
১২ জুন ২০২২ ২০:৫৪
ঢাকা: জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, পাচার হওয়া টাকা ফিরিয়ে এনে ভোগের বিধান অনৈতিক। পাচার হওয়া টাকা ফিরিয়ে আনার বৈধতা দেওয়া মানেই পাচারকে উৎসাহিত করা। এতে টাকা পাচার ও দুর্নীতি বেড়ে যাবে।
রোববার (১২ জুন) জাতীয় পার্টি চেয়ারম্যান বনানী কার্যালয় মিলনায়তনে এক অনুষ্ঠানে জিএম কাদের এ কথা বলেন। মেজর (অব.) গাজী মো. মাকসুদ উর রহীম জাতীয় পার্টিতে যোগদান উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ দিন তিনি জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরে হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টিতে যোগ দেন।
জিএম কাদের বলেন, ‘যারা দেশের টাকা বিদেশে পাচার করে তাদের বিচারের মুখোমুখি করা উচিত। আমরা দীর্ঘ দিন ধরে পাচারকারীদের তালিকা প্রকাশ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে আসছি। আমরা চাই পাচারকারীদের বিচারের মুখোমুখি করা হোক।’
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, দফতর সম্পাদক-২ এমএ রাজ্জাক খান, কেন্দ্রীয় সদস্য মিথিলা রওয়াজা প্রমুখ।
সারাবাংলা/এএইচএইচ/পিটিএম