Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে খালেদা জিয়াকে মুক্তি দিন’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ জুন ২০২২ ২১:২৯

ঢাকা: পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

সোমবার (১৩ জুন) ধানমন্ডির গণস্বাস্থ্য কেন্দ্র মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। ইদুল আজহায় দরিদ্র পরিবারের মাঝে খাদ্য বিতরণে তহবিল সংগ্রহে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে জামিনে মুক্তি দিয়ে বিদেশে যাওয়ার সুযোগ করে দেওয়ার আহ্বান জানিয়ে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আমাদের সংবিধানের ধারা ১৫,২৬ এ জীবন রক্ষার জন্য নির্দেশনা আছে। সুতরাং পদ্মা সেতুর উদ্বোধনকে উপলক্ষ করে খালেদা জিয়াকে ইদের আগে জামিনে মুক্তি দিন। আমি মামলা প্রত্যাহারের কথা বলছি না, জামিনের কথা বলেছি।’

তিনি বলেন, ‘আমি দেশের ভেতরে চিকিৎসা নেওয়ার পক্ষপাতী। তবে আমাদের ওবায়দুল কাদের যদি পরামর্শের (চিকিৎসকের পরামর্শ) জন্য সিঙ্গাপুর যেতে পারেন, তাহলে তিনি (খালেদা জিয়া) যেতে পারবেন না কেন?’

জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘পদ্মা সেতু নির্মাণে যে টাকা ব্যয় হয়েছে, সেটা তুলতে টোল ধরা হয়েছে। এটা ভালো সিদ্ধান্ত। তবে এই সেতুর উপর দিয়ে অ্যাম্বুলেন্স চলাচল সম্পূর্ণ ফ্রি করে দিলে সব থেকে বেশি ভালো হবে। আর এই সেতুর উপর দিয়ে যেসব বিদেশি ট্রাক চলাচল করবে, সেসব ট্রাক থেকে বেশি টাকা টোল আদায় করতে হবে।’

পদ্মা সেতু থেকে আয় হওয়া এই অতিরিক্ত টাকা শ্রমিকদের ন্যূনতম ‘২০ হাজার টাকা মজুরিতে’ ব্যয় করার পরামর্শ দেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।

পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান থেকে জনসমাবেশ বাদ দিয়ে সেই অর্থ দরিদ্রদের মধ্যে বিতরণের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে এবার দরিদ্র মানুষ ইদ আনন্দ করতে পারবে না। নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাওয়ায় ইদের দিন এসব মানুষের চোখে থাকবে পানি। প্রায় তিন কোটি মানুষ এবার ইদ আনন্দ থেকে বঞ্চিত হবে। তাই আমরা গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে প্রায় ২০ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছি।’

‘প্রধানমন্ত্রীকে বলব, পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে জনসমাবেশ বাতিল করে সেই অর্থ দরিদ্রদের খাদ্য সহায়তা দিন। এতে করে কিছু মানুষ আনন্দের সঙ্গে ইদ করতে পারবে’— বলেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. মনজুর কাদির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু।

সারাবাংলা/এজেড/পিটিএম

খালেদা জিয়া গণস্বাস্থ্য কেন্দ্র টপ নিউজ ডা. জাফরুল্লাহ চৌধুরী মুক্তি


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর