Thursday 03 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওফেলকে নিয়ে মন্তব্য: নুরের বিরুদ্ধে মামলা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ জুন ২০২২ ১৬:০৯ | আপডেট: ১৪ জুন ২০২২ ১৭:৫৭

চট্টগ্রাম ব্যুরো: শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলকে নিয়ে কুরূচিপূর্ণ মন্তব্যের অভিযোগে ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়েছে।

মঙ্গলবার (১৪ জুন) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক উপ-আইন বিষয়ক সম্পাদক আইনজীবী শাহরিয়ার ইয়াছির আরাফাত তানিম চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন।

বিজ্ঞাপন

বাদীর আইনজীবী ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল সারাবাংলাকে জানান, আদালত মামলা গ্রহণ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলার আরজিতে অভিযোগ করা হয়েছে, গত ১ জুন ঢাকায় ছাত্র যুব অধিকার পরিষদের এক অনুষ্ঠানে নুরুল হক নুর শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং ছাত্রলীগকে নিয়ে কুরূচিপূর্ণ মন্তব্য করেন। সংগঠন ও নেতার সম্মানহানি করে বক্তব্য দেওয়ায় নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ২৯ ও ৩১ ধারায় মামলাটি দায়ের করা হয়।

সারাবাংলা/আরডি/পিটিএম

ডাকসু নুরুল হক নুর মুহিবুল হাসান চৌধুরী নওফেল সাবেক ভিপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর