করোনা সংক্রমণ বাড়ছেই, টানা ৩য় দিন শনাক্ত শতাধিক
১৪ জুন ২০২২ ১৬:৫৩
আগের দিনের মতো গত ২৪ ঘণ্টাতেও করোনাভাইরাসের নতুন সংক্রমণ বেড়েছে। আগের দিনের ১২৮ জনের বিপরীতে গত ২৪ ঘণ্টায় নতুন সংক্রমণ শনাক্তের সংখ্যা ১৬২। এ নিয়ে টানা তৃতীয় দিনের মতো একদিনে শতাধিক নতুন সংক্রমণ শনাক্ত হলো দেশে।
সংক্রমণ বাড়লেও অবশ্য গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে কেউ মারা যাননি। ফলে টানা ১৫ দিনের মতো করোনায় মৃত্যুশূন্য দিন কেটেছে। তবে নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হারও আগের দিনের তুলনায় বেড়েছে।
মঙ্গলবার (১৪ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীরের সই করা করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৮৭৯টি ল্যাবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৬০টি, জিন এক্সপার্ট ল্যাব ৫৭টি, র্যাপিড অ্যান্টিজেন ল্যাব ৬৬২টি। মোট ল্যাবের মধ্যে সরকারি ৫৪৫টি ও বেসরকারি ১১৭টি।
এসব ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৫৬০টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে নমুনা পরীক্ষা করা হয়েছে ৪ হাজার ৫৫২টি। এ নিয়ে এখন পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ৯৩ লাখ ৫৪ হাজার ৭০৭টি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৪৮ লাখ ৩৮ হাজার ৩০৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সব মিলিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা ১ কোটি ৪১ লাখ ৯৩ হাজার ১৪টি।
গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা নমুনার ১৬২টিতে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে ১৯ লাখ ৫৪ হাজার ৪০৫ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হলো। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্তের হার ৩ দশমকি ৫৬ শতাংশ। এই হার আগের দিন ছিল ১ দশমিক ৯১ শতাংশ। আর এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ।
আগের দিন করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়েছিলেন ৭১ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৯ জন। এ নিয়ে এখন পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৯ লাখ ৫ হাজার ৪১৬ জন। সংক্রমণ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৪৯ শতাংশ।
এর আগে, গত ৩০ মে সবশেষ করোনা সংক্রমণ নিয়ে একজনের মৃত্যুর পর আর কেউ করোনা সংক্রমণ নিয়ে মারা যাননি। ফলে করোনায় মোট মৃত্যু ২৯ হাজার ১৩১ জনে স্থির রয়েছে। এ পর্যন্ত করোনায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৮ হাজার ৫৯৭ জন, নারী ১০ হাজার ৫৩৪ জন।
সারাবাংলা/টিআর