Monday 21 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রীকে কটূক্তি, সিভাসু’র ৪ ছাত্রকে হল থেকে বহিষ্কার

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ জুন ২০২২ ২০:২১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: প্রধানমন্ত্রীকে কটূক্তি এবং উগ্রবাদী কর্মকাণ্ডের অভিযোগে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) চার শিক্ষার্থীকে ছাত্রাবাস থেকে বহিষ্কার করা হয়েছে।

সিভাসু’র রেজিস্ট্রার মীর্জা ফারুক ইমামের সই করা এক অফিস আদেশে তাদের বীর মুক্তিযোদ্ধা এম এ হান্নান হল থেকে সাময়িক বহিষ্কারের বিষয়টি জানানো হয়েছে। মঙ্গলবার (১৪ জুন) অফিস আদেশটি জারি হয়।

বহিষ্কার চার শিক্ষার্থী হলেন- সিভাসু’র ভেটেরিনারি মেডিসিন অনুষদের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের বোরহান উদ্দিন মো. সাজ্জাদ, মোমিন বিন রহিম, তসলিম উদ্দিন এবং মোহাম্মদ তানভিরুল ইসলাম।

বিজ্ঞাপন

সূত্র মতে, সাম্প্রতিক মহানবীর অবমাননা ইস্যুতে চার শিক্ষার্থী ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছিল বলে তথ্য পায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। ছাত্রাবাসে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা তৈরির চেষ্টা করছিল তারা- এমন খবর পেয়ে তাদের কর্মকাণ্ড অনুসরণ করেন সংশ্লিষ্টরা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদের এমন কর্মকাণ্ডের প্রমাণ পেয়ে তাদের হল থেকে প্রাথমিকভাবে বহিষ্কার করা হয়েছে।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক তাসনীম ইমাম সারাবাংলাকে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীকে কটূক্তি, সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় বিদ্বেষ ছড়ানো ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা এবং গণতন্ত্র বিরোধী উগ্র কর্মকাণ্ডের অভিযোগে তাদের হল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। আমাদের উপাচার্য মহোদয় ছুটিতে আছেন। তিনি যোগদানের পর তদন্ত কমিটি গঠনসহ অ্যাকাডেমিক বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

সারাবাংলা/আরডি/পিটিএম

৪ ছাত্র সিভাসু হল থেকে বহিষ্কার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর