Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেতারের শিল্পীদের সম্মানী যৌক্তিক হারে বাড়ানোর সুপারিশ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ জুন ২০২২ ২১:৪০

ঢাকা: বাংলাদেশ বেতারের শিল্পীদের সম্মানী শ্রেণি ও মান অনুযায়ী যৌক্তিক হারে বাড়ানোর সুপারিশ করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। পাশাপাশি বাংলাদেশ বেতারে কর্মরত বিসিএস (তথ্য) ক্যাডারের কর্মকর্তাদের সুপারনিউমারারি পদোন্নতির বিষয়টি পুনর্বিবেচনা সুপারিশ করা হয়েছে।

বুধবার (১৫ জুন) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভায় এই সুপারিশ করা হয়। কমিটির সভাপতি হাসানুল হক ইনুর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ও তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ, সিমিন হোসেন (রিমি), ডা. মুরাদ হাসান ও মমতা হেনা লাভলী অংশ নেন।

বিজ্ঞাপন

সংসদ সচিবালয় জানায়, বৈঠকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কর্তৃক গঠিত ২ নম্বর সাব-কমিটির রিপোর্ট আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয় এবং সাব-কমিটির সুপারিশসমূহ বাস্তবায়নে মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া বাংলাদেশ সংবাদ সংস্থায় (বাসস) নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের মাঝে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বায়োমেট্রিক পদ্ধতিতে উপস্থিতি নিশ্চিতকরণ এবং অনুপস্থিতির জন্য বেতন কর্তনের ব্যাপারে উদ্যোগ নিতে সুপারিশ করে স্থায়ী কমিটি।

সংসদ সচিবালয় আরও জানায়, বৈঠকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১০ম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিতকরণ ও গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়ন অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় ওভার-দ্য টপ (ওটিটি) ওয়েবভিত্তিক প্লাটফর্মের মাধ্যমে প্রচারের ক্ষেত্রে মন্ত্রণালয়ের গৃহীত পদক্ষেপের বিষয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট কমিটিতে দেওয়ার সুপারিশ করা হয়।

বিজ্ঞাপন

বৈঠকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেন, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক সোহরাব হোসেন, বাংলাদেশ বেতারের মহাপরিচালক আহম্মদ কামরুজ্জামান, তথ্য অধিদফতরের প্রধান তথ্য অফিসার (অ.দা.) মো. শাহেনুর মিয়াসহ মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থার প্রধান, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

বাংলাদেশ বেতার শিল্পী সম্মানী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর