Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাঘাইছড়ি পৌরসভায় নৌকার জয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ জুন ২০২২ ২২:২৪

রাঙ্গামাটি: জেলার বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী জমির হোসেন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি মোট ছয় হাজার ৮৪ ভোট পেয়ে নির্বাচিত হন। এদিকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জমির হোসেনের একমাত্র প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোবাইল প্রতীকে মো. রহমত উল্যাহ পেয়েছেন দুই হাজার ২৮১ ভোট।

বুধবার (১৫ জুন) রাতে বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনে পৌর এলাকার ৯টি ওয়ার্ডে দুই মেয়র প্রার্থী ৮ হাজার ৩৬৫টি বৈধ ভোট পেয়েছেন। এর মধ্যে ৪১ ভোট বাতিল হয়েছে। শতকরা ভোটগ্রহণ হয়েছে ৭৫ দশমিক। মোট ভোটার সংখ্যা ১১ হাজার ১৭১।

প্রসঙ্গত, স্বতন্ত্র প্রার্থী ও সাবেক বিএনপি নেতা মো. রহমান উল্যাহ খাজা পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সমর্থনে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন।

সারাবাংলা/একেএম

বিজ্ঞাপন
সর্বশেষ

গুলশানে দুইজনের গলাকাটা মরদেহ উদ্ধার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১২:৫৫

ঢাকার পথে প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩৩

সম্পর্কিত খবর