Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেয়র আইভীর মামলায় খোকন সাহার জামিন

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ জুন ২০২২ ২০:৫১

ঢাকা: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীর করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা’র জামিন মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৬ জুন) খোকন সাহা আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। তার পক্ষে আইনজীবী ইসলাম জুয়েল জামিন শুনানি করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন জামিনের আদেশ দেন।

বিজ্ঞাপন

২০২১ সালের ৪ জানুয়ারি ধর্মীয় মূল্যবোধে আঘাত হানে এমন উসকানিমূলক বক্তব্য প্রচারের অভিযোগে খোকন সাহা ও প্রদীপ দাসের বিরুদ্ধে মামলা করেন সেলিনা হায়াত আইভী।

মামলায় আসামিদের বিরুদ্ধে হিন্দু লাইভস ম্যাটার নামক ইউটিউব চ্যানেলে আইভি রহমানের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য প্রচারের অভিযোগ আনা হয়েছে।

অভিযোগে বলা হয়- খোকন সাহা রাজনৈতিক ফায়দা লাভের জন্য এবং আগামী মেয়র নির্বাচনে যে আইভি রহমান যেন দল থেকে নমিনেশন না পান সেই উদ্দেশ্যে আসামিরা এমন মিথ্যা ও মানহানিকর তথ্য ইউটিভব চ্যানেল ও ফেসবুকে প্রচার করে মানহানি করেছে।

সারাবাংলা/এআই/একে

খোকন সাহা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা মেয়র আইভী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর