Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহজালালে দুর্ঘটনার শিকার অত্যাধুনিক ড্রিমলাইনার

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ জুন ২০২২ ২২:৩৫

ঢাকা: রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অত্যাধুনিক উড়োজাহাজ বোয়িং৭৮৭ ড্রিমলাইনার দুর্ঘটনার শিকার হয়েছে। শাহজালাল বিমানবন্দরের ৪ নম্বর বোর্ডিং গেটে এ দুর্ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১৬ জুন) রাতে সারাবাংলাকে তথ্যটি নিশ্চিত করেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম।

তিনি বলেন, ‘দুর্ঘটনার খবর শুনে আমি বিকেলে ঘটনাস্থলে যাই। দরজা এবং বোর্ডিং ব্রিজের সংযোগ না খুলেই বিমানটি পুশব্যাক করেছে। ঘটনাটি কীভাবে ঘটেছে সেটা জানতে বিমানের ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে ব্যাখ্যা চাওয়া হয়েছে। এমন ঘটনা কাম্য নয়। আমরা বিষয়টি খতিয়ে দেখব।’

এদিকে বিমানবন্দর সূত্রে জানা গেছে, বোর্ডিং ব্রিজ থেকে বিমান পৃথক করার সংযোগ না খুলেই উড়োজাহাজটি পুশব্যাক (পেছনে ধাক্কা দিয়ে নির্দিষ্ট স্থানে নিয়ে যাওয়া) করানো হয়। এতে বিমানটির দরজা ক্ষতিগ্রস্থ হয়েছে। পাশাপাশি বোর্ডিং ব্রিজও ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে উড়োজাহাজটি বিমানের হ্যাঙ্গারে রয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

সারাবাংলা/এসজে/পিটিএম

ড্রিমলাইনার বিমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর