২৩ জুন ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি
স্টাফ করেসপন্ডেন্ট
১৭ জুন ২০২২ ১৪:৩১
১৭ জুন ২০২২ ১৪:৩১
ঢাকা: সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতিদের নিয়ে ২৩ জুন (বৃহস্পতিবার) ফুলকোর্ট সভা আহ্বান করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মোহাম্মদ আক্তারুজ্জামন ভূঁইয়ার সই করা বিজ্ঞপ্তি বুধবার (১৫ জুন) জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উপযুক্ত বিষয়ে নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, আগামী ২৩ জুন (বৃহস্পতিবার) বিকেল ৩টা ৩০ মিনিটে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতিগণের অংশগ্রহণে অত্র কোর্টের প্রশাসন ভবন-৪ এর দ্বিতীয় তলায় অবস্থিত কনফারেন্সে রুমে ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ফুলকোর্ট সভা বিচারপতিদের কথা বলার নিজস্ব ফোরাম। এতে সুপ্রিম কোর্টের বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
সারাবাংলা/কেআইএফ/এএম