Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহীতে বজ্রপাতে নারী ও কিশোরের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ জুন ২০২২ ১৯:২৩

প্রতীকী ছবি

রাজশাহী: গোদাগাড়ী ও মোহনপুরে বজ্রপাতে নারী ও কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ জুন) বেলা সাড়ে ১১টার দিকে এ দু’টি দুর্ঘটনা ঘটে।

গোদাগাড়ী উপজেলার নিহত ওই নারীর নাম নাদিরা বেগম (৫৫)। তিনি উপজেলার বামনাইল গ্রামে পাতান আলীর মেয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম।

ওসি জানান, বৃষ্টির সময় মাঠে গরু আনতে গিয়েছিলেন নাদিরা বেগম। পরে বাসায় ফিরতে দেরি হওয়ায় পরিবারের সদস্যরা খুঁজতে গিয়ে মাঠে লাশ পড়ে থাকতে দেখে। তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে, মোহনপুর উপজেলায় ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে কিশোরের মৃত্যু হয়েছে। নিহত কিশোরের নাম রাব্বি হোসেন (১২)। রাব্বি আমগাছি গ্রামের মো. কাউছার আলীর ছেলে।

মোহনপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, দুপুরে বৃষ্টির সময় খোলা জায়গায় কয়েকজন কিশোর ফুটবল খেলছিল। বজ্রপাতের বিকট শব্দ হলে রাব্বি মাটিতে লুটিয়ে পড়ে যায়।

পরিবারের সদস্যরা তাকে উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

সারাবাংলা/এমও

কিশোরের মৃত্যু বজ্রপাত রাজশাহী

বিজ্ঞাপন

খেজুর আমদানিতে শুল্ক কমলো
২২ নভেম্বর ২০২৪ ২১:০৮

আরো

সম্পর্কিত খবর