Sunday 20 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অনলাইনে বাংলাদেশের মুক্তিযুদ্ধ


১৫ ডিসেম্বর ২০১৭ ২৩:০৫

সুমন ইসলাম

আমাদের সবচেয়ে বড় অর্জন স্বাধীনতা। ১৯৭১ সালে পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল বাংলার আপামর জনতা। তাই মুক্তিযুদ্ধের চেতনা আজ জায়গা করে নিয়েছে সাহিত্যে, চলচ্চিত্রে, অনলাইনে। ডিজিটাল এই যুগে ওয়েবসাইট বা স্মার্টফোন অ্যাপ্লিকেশন সব জায়গাতেই রয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক নানা তথ্য, ছবি ও ভিডিও।

তথ্যপ্রযুক্তির মহাসড়ক এখন হাতের মুঠোয়। যারা মুক্তিযুদ্ধ দেখেনি, তাদের কাছে ইন্টারনেটের তথ্যই মুক্তিযুদ্ধ সম্পর্কে জানার অন্যতম প্রধান উৎস। ইউটিউবে রয়েছে মুক্তিযুদ্ধ-বিষয়ক সাড়ে ছয় শ’র মতো ভিডিও। অনলাইনের বিশাল জগতে মুক্তিযুদ্ধ, স্বাধীনতার ইতিহাস নিয়ে হাজারো কাজ চলছে। নিত্যনতুন ওয়েবসাইট যেমন তৈরি হচ্ছে, তেমনি ব্লগেও চলছে ইতিহাস নির্মাণ। গবেষকরাও নতুন করে গড়ে তুলছেন নানা তথ্যভান্ডার।

অনেক ফেসবুক পেজে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের জয়গান তুলে ধরা হয়েছে নানা পর্যায় থেকে। নানা তথ্য ও ছবি শেয়ার করা হয় এগুলো থেকে। যদিও তরুণসমাজের কাছে প্রিয় ফেসবুকে এখনও তেমনভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস উঠে আসেনি। সিডি, গেমস ও অ্যাপসে মুক্তিযুদ্ধকে ধরে রাখার চলছে নানা প্রয়াস। তৈরি হচ্ছে ই-আর্কাইভস।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যারের অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস-এর সভাপতি মোস্তফা জব্বার গণমাধ্যমকে বলেন, এমনও তো হতে পারে, বিশ্বের অন্য একটি দেশ থেকে কেউ মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে চাইলো। তাই এমন একটা ব্যবস্থা রাখা দরকার, যেন বিদেশে বসেও মাল্টিমিডিয়া কনটেন্ট হিসেবে মুক্তিযুদ্ধকে পাওয়া যায়। সেই কনটেন্টে সঙ্গীত যুক্ত হতে পারে, ঘটনার ব্যাকগ্রাউন্ডও তৈরি হতে পারে। এ ধরনের আরও সুযোগ-সুবিধা ও প্রযুক্তি যুক্ত করা গেলে তা আরও অনেকের কাছে পৌঁছাবে।
মুক্তিযুদ্ধভিত্তিক কিছু ওয়েবসাইট এবং অ্যাপ্লিকেশন- জেনোসাইড বাংলাদেশ : ১৯৭১ সালের গণহত্যা এবং ধ্বংসযজ্ঞ নিয়ে অনুসন্ধানী ও বিশ্লেষণমূলক লেখা রয়েছে এই সাইটে। উল্লেখযোগ্য দলিল ও বইপত্রের কপিও রয়েছে এখানে। ১৯৭১ সালে বাংলাদেশে অবস্থান করা বিদেশি সাংবাদিক, চিকিৎসক এবং অন্য স্বেচ্ছাসেবীদের লেখা ও ভাষ্য এই সাইটে রাখা হয়েছে। ঠিকানা : www.genocidebangladesh.org

বিজ্ঞাপন

মুক্তিযুদ্ধ জাদুঘর : মুক্তিযুদ্ধ জাদুঘরের নানা কার্যক্রমের খবর ছবি এবং মুক্তিযুদ্ধের ইতিহাস রয়েছে এই সাইটে। আর্কাইভ সেকশনে রয়েছে ১৯৭১ সালের প্রতিদিন কী ঘটেছে তার বর্ণনা। ঠিকানা : http://www.liberationmuseum.org.bd

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে রয়েছে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সম্পূর্ণ তালিকা। এ ছাড়া মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকা-, সরকারি কার্যক্রম এর আপডেট থাকে সাইটটিতে। ঠিকানা : www.molwa.gov.bd

ফ্রিডম ইন দ্য এয়ার : ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের উদ্যোগে এবং গ্রামীণফোনের সহায়তায় সাইটটি তৈরি করা হয়েছে। সাইটটিতে রয়েছে মুক্তিযুদ্ধের সময়কার নানা ছবি, মুক্তিযুদ্ধের গল্প, বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে বিদেশি পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন। ১৯৭১ সালের দিনপঞ্জিও রয়েছে। ঠিকানা : archive.thedailystar.net/news2014/freedom-in-the-air

বাংলাপিডিয়া : তথ্যকোষ বাংলাপিডিয়ায় মুক্তিযুদ্ধের বিভিন্ন সময়ের ঘটনাপ্রবাহ এবং ছবি দিয়ে লেখা রয়েছে। মুক্তিযুদ্ধের ইতিহাসের সংক্ষিপ্ত বর্ণনা রয়েছে এখানে। ১১টি সেক্টরের যুদ্ধক্ষেত্র, সেক্টর কমান্ডার এবং অন্যান্য বিষয়ের বর্ণনাও পাওয়া যাবে। ঠিকানা : en.banglapedia.org/index.php?title=War_of_Liberation,_The

বাংলা উইকিপিডিয়া : অনলাইনে মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়াতে মুক্তিযুদ্ধ এবং সে সময়ের নানা ঘটনাবলির তথ্য রয়েছে দুটি আলাদা পেজে। ইংরেজি ও বাংলা দুই ভাষাতেই রয়েছে উইকিপিডিয়ার পেজ। ঠিকানা : https://bn.wikipedia.org, https://en.wikipedia.org|

মুজিবনগর ডট কম : মুজিবনগর সরকার স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার। কুষ্টিয়ার মেহেরপুরে ১৯৭১ সালের ১০ এপ্রিল গঠিত হয় সেই সরকার। সেই নামেই তৈরি করা হয়েছে মুজিবনগর ডটকম নামের ওয়েবসাইটটি। এখানে মুজিবনগর সরকারের বর্ণনা এবং ছবি ছাড়াও রয়েছে বাংলাদেশের বিভিন্ন বিভাগের পরিচিতি। ঠিকানা :www. mujibnagor.com

বিজ্ঞাপন

বাংলা গ্যালারি ডটকম : এখনে রয়েছে মুক্তিযুদ্ধের অনেক ছবি। মুক্তিযুদ্ধের আগের রাজনীতির নানা ছবিও রয়েছে এতে। ‘ওয়ার ক্রাইম’ বিভাগে রয়েছে রাজাকারদের ছবি। এ ছাড়া মুক্তিযুদ্ধের অনেক ডকুমেন্ট এবং বই রয়েছে। ঠিকানা: www.banglagalary.com

আইসিএসফোরাম ডটঅর্গ : স্বাধীনতা বিরোধীতাকারী রাজাকার, আলবদর, আলশামস বাহিনীর যারা পাকিস্তানি হানাদার বাহিনীকে সাহায্য করছে তাদের সর্ম্পকে নানা তথ্য দিয়ে সাজানো হয়েছে সাইটটি। এতে তাদের অপরাধের নানা দলিল এবং তথ্য তুলে ধরা হয়েছে। ঠিকানা: www.icsforum.org

মুক্তিযুদ্ধ উইকি ডটকম : মুক্তিযুদ্ধের ইতিহাস বিষয়ক একটি উইকি-ভিত্তিক ওয়েবসাইট এটি। এতে মুক্তিযোদ্ধাদের জীবনী সেক্টর কমান্ডার, বীরশ্রেষ্ঠ, বীর উওম, বীর বিক্রম, বীর প্রতীক অনুসারে সাজানো আছে। এতে রয়েছে সংস্কৃতি বিষয়ক শ্রেণি ক্যাটাগরি যেখানে মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র, স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চিত্রের তালিকা। মুক্তিযুদ্ধের সময় বিভিন্ন বাহিনী- জেড ফোর্স, কে ফোর্স, নৌ কমান্ডো, কাদেরিয়া বাহিনী ও মুজিব বাহিনী সর্ম্পকে তথ্য রয়েছে। ঠিকানা: http://muktijuddho.wikia.com|

(চলবে) 

বিজ্ঞাপন
সর্বশেষ

পাকিস্তানে শাকিব খানের ছবি
২০ অক্টোবর ২০২৪ ১৬:৪৮

সালমান খানের আফসোস
২০ অক্টোবর ২০২৪ ১৬:৪৩

সম্পর্কিত খবর