মোটরসাইকেল চুরির চক্রে ২ যুবকের সঙ্গে এক কিশোরও
১৯ জুন ২০২২ ১৮:৩০
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে এক কিশোরসহ মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের হেফাজত থেকে চুরি করা সাতটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে।
চট্টগ্রাম নগরীর ও পটিয়ায় রোববার (১৯ জুন) ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতারের তথ্য দিয়েছে বন্দর থানা পুলিশ।
গ্রেফতার তিনজনের মধ্যে একজন ১৭ বছর বয়সী কিশোর। বাকি দু’জন হল- মো. আমান (২৫) ও সাজ্জাদ হোসেন (৩১)।
অভিযানে অংশ নেওয়া বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) কিশোর মজুমদার সারাবাংলাকে জানান, শনিবার বিকেলে নগরীর বন্দর থানার পশ্চিম নিমতলা পানামা টার্মিনালের পাশে চেকপোস্টের অভিযানে একটি চোরাই বাইসাইকেলসহ ওই কিশোর আটক হয়। পরবর্তী সময়ে তার দেওয়া তথ্য অনুযায়ী পটিয়া উপজেলার শান্তিরহাট এলাকা থেকে আমানকে একটি চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার করা হয়।
দু’জনের দেওয়া তথ্যানুযায়ী শান্তিরহাট এলাকা থেকে সাজ্জাদকে গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তিমতে শান্তিরহাটে একটি গ্যারেজ অভিযান চালিয়ে আরও ছয়টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
এসআই কিশোর সারাবাংলাকে বলেন, ‘গ্রেফতার কিশোর মোটরসাইকেল ও বাইসাইকেল চুরিতে বিশেষভাবে পারদর্শী। আবার সে চোরাই মোটরসাইকেল কেনাবেচায় মধ্যস্থতাও করে। মোটরসাইকেল চুরির পর আমান ও সাজ্জাদের মাধ্যমে সেগুলো নেওয়া হয় পটিয়ার শান্তিরহাটে একটি গ্যারেজে। সেখানে চেসিস ও ইঞ্জিন নম্বর পরিবর্তন করে সেগুলো বিক্রি করা হয়।’
সারাবাংলা/আরডি/পিটিএম