Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৈরী আবহাওয়া: শিমুলিয়া-মাঝিকান্দি নৌপথে ফেরি চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ জুন ২০২২ ২৩:০৪

মুন্সীগঞ্জ: বৈরী আবহাওয়ায় খরস্রোতা-প্রমত্তা পদ্মা নদীতে তীব্র ঘূর্ণিস্রোতের প্রভাবে দুর্ঘটনার আশঙ্কা এড়াতে শিমুলিয়া-মাঝিকান্দি নৌরুটে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। সংস্থাটি জানিয়েছে, আবহাওয়া স্বাভাবিক হলে ফের এই রুটে ফেরি চলাচল শুরু হবে।

পদ্মা নদীতে তীব্র ঘূর্ণিস্রোতের তোড়ে বৈরী আবহাওয়ার কারণে রোববার (১৯ জুন) রাত ১০টার দিকে শিমুলিয়া-মাঝিকান্দি নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

এই রুটে সাধারণত পাঁচটি ফেরি চলাচল করে থাকে। এছাড়া স্পিডবোট ও ট্রলারসহ বিভিন্ন ধরনের নৌযানও চলাচল করে থাকে।

বিআইডব্লিউটিসি’র ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহমেদ এ তথ্য নিশ্চিত করে বলেন, রাত ১০টা পর্যন্ত শিমুলিয়া-মাঝিকান্দি নৌপথে লঞ্চ চলাচল করেছিল। কিন্তু হঠাৎ করে আবহাওয়া বৈরী হয়ে উঠেছে। ঝড়ো হাওয়ার কারণে পদ্মা নদী উত্তাল হয়ে ওঠে। এ কারণে রাত ১০টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

ফয়সাল আহমেদ বলেন, যাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় ফেরিসহ সব নৌযান চলাচল বন্ধ করা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে সোমবার (২০ জুন) সকাল থেকেও এই নৌরুটে যানচলাচল শুরু হতে পারে।

সারাবাংলা/টিআর

ফেরি চলাচল বন্ধ বৈরী আবহাওয়া শিমুলিয়া-মাঝিকান্দি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর