ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা চালিয়েছে চীন
আন্তর্জাতিক ডেস্ক
২০ জুন ২০২২ ১৪:১৯
২০ জুন ২০২২ ১৪:১৯
ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সফল পরীক্ষা চালিয়েছে চীন। বেইজিংয়ের দাবি, ক্ষেপণাস্ত্র ব্যবস্থার পরীক্ষায় যেমনটা আশা করা হয়েছিল, ঠিক তেমন ফল পাওয়া গেছে।
রোববার চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে সফল পরীক্ষার কথা ঘোষণা করা হয়। বিবৃতিতে বলা হয়, রোববার রাতে চীনের ভূখণ্ডে মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা চালানো হয়। ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাটি প্রতিরক্ষামূলক। এর মাধ্যমে কোনো দেশকে উদ্দেশ্য করা হয়নি।
এর আগে, ২০২১ এবং ২০১৮ সালেও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা চালিয়েছিল বেইজিং। তবে মূলত ২০১০ সাল থেকে ক্ষেপণাস্ত্র ব্যবস্থার আধুনিকায়নে ব্যাপক কর্মযজ্ঞ শুরু করে চীনের সামরিক বিভাগ।
সারাবাংলা/আইই