Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে খাদে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ জুন ২০২২ ২২:০০

ফাইল ছবি

টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুরে তেলবাহী একটি ট্রেনের ইঞ্জিন ও বগি লাইনচ্যুত হয়ে খাদে পড়ে গেছে। সোমবার (২০ জুন) সন্ধ্যা ৬টার দিকে মির্জাপুর রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, একটি তেলবাহী ট্রেন ২৪টি বগি নিয়ে চট্টগ্রাম থেকে রংপুরের দিকে যাচ্ছিল। এসময় ট্রেনটি মির্জাপুর রেল স্টেশনে পৌঁছালে ট্রেনটির ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়ে খাদে পড়ে যায়।

মহেড়া রেল স্টেশন মাস্টার মো. শাহীন বলেন, ‘৯৮১ নম্বর তেলবাহী ট্রেনটির ইঞ্জিন ও একটি তেলের বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। লাইনচ্যুত ট্রেনটি মেইন লাইনে হয়নি, এজন্য রেল চলাচল স্বাভাবিক রয়েছে।’

মির্জাপুর রেল স্টেশন মাস্টার কামরুল হাসান বলেন, ‘তেলবাহী ট্রেনটি সম্ভব ব্রেক সমস্যার কারণে লাইনচ্যুত হয়। মেইন লাইন সচল থাকায় রেল চলাচল স্বাভাবিক রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। এখনও ট্রেনটির উদ্ধার কাজ শুরু হয়নি।’

সারাবাংলা/এমও

খাদ টাঙ্গাইল ট্রেন লাইনচ্যুত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর