Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোরেলগঞ্জে কৃষককে গলাকেটে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ জুন ২০২২ ১৪:৪২ | আপডেট: ২১ জুন ২০২২ ১৪:৫৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাগেরহাট: জেলার মোরেলগঞ্জ উপজেলায় মোকলেসুর রহমান খান (৭০) নামে এক কৃষককে তার নিজ ঘরে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২০ জুন) দিবাগত রাতে উপজেলার তেলিগাতী ইউনিয়নের মধ্যম তেলিগাতী গ্রামে এ ঘটনা ঘটে। মঙ্গলবার (২১ জুন) সকাল ৭টার লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন প্রতিবেশীরা।

নিহত মোকলেসুর রহমান খান তেলিগাতী ইউনিয়নের মধ্যম তেলিগাতী গ্রামের আব্দুর রহিম খানের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মো. বাচ্চু মিয়া জানান, মোকলেসুর রহমানের স্ত্রী ও সাত সন্তান রয়েছে। তবে ঘটনার রাতে তিনি একাই বাড়িতে ছিলেন। সকালে প্রতিবেশীরা তার নিজ ঘরের পাশে গলাকাটা রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

বিজ্ঞাপন

মোরেলগঞ্জ থানার ওসি মো. সাইদুর রহমান জানান, মোকলেসুর রহমান নামে এক ব্যক্তির গলাকাটা রক্তাক্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে। কারা কী কারণে মোকলেসুর রহমানকে গলা কেটে হত্যা করেছে তা উদঘাটনের জন্য কাজ করছে পুলিশ।

সারাবাংলা/এসএসএ

মোরেলগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর