Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় যমুনার পানি বিপৎসীমার ৫৮ সেন্টিমিটার ওপরে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ জুন ২০২২ ১৯:৪৮

বগুড়া: উজান থেকে নেমে আসা ঢল ও বৃষ্টিতে বগুড়ায় যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এরই মধ্যে পানিতে ডুবে গেছে জেলার ৮৩৪ হেক্টর ফসলী জমি এবং ৯৮ শিক্ষাপ্রতিষ্ঠান পানিতে তলিয়ে গেছে।

মঙ্গলবার (২১ জুন) সন্ধ্যা ৬টার সর্বশেষ তথ্য অনুযায়ী সারিয়াকান্দি মথুরাপাড়া পয়েন্টে যমুনার পানি গত ২৪ ঘণ্টায় ১০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৫৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এ পরিস্থিতিতে যমুনা তীরবর্তী সোনাতলা, সারিয়াকান্দি ও ধুনট উপজেলায় নতুন নতুন এলাকায় পানি উঠেছে। চলমান এই বন্যা পরিস্থিতিতে সারিয়াকান্দি, সোনাতলা ও ধুনট উপজেলার আউশ ধান, পাট ও ভূট্টার ক্ষেত এবং বীজতলা বন্যার পানিতে ডুবে গেছে।

কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপপরিচালক এনামুল হক জানান, তিন উপজেলার মধ্যে সারিয়াকান্দিতে ৭১০ হেক্টর জমির ফসল, সোনাতলা উপজেলার ৯৬ হেক্টর ধুনট উপজেলার ২৮ হেক্টর ফসল পানিতে ডুবে গেছে।

জেলা প্রশাসক মো. জিয়াউল হক জানান, বন্যা পরিস্থিতি মোকাবিলায় যথেষ্ট প্রস্তুতি রয়েছে। চাল, শুকনা খাবার ও নগদ টাকার মজুদ রয়েছে।

সারাবাংলা/একেএম


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর