Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পদ্মায় তীব্র স্রোত ফেরি চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ জুন ২০২২ ২২:৪৬

ফাইল ছবি

মুন্সীগঞ্জ: উজান থেকে নেমে আসা পানির তীব্র স্রোতের কারণে দুর্ঘটনা এড়াতে শিমুলিয়ায়-বাংলাবাজার ও মাঝিরকান্দি নৌ রুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিসি।

মঙ্গলবার (২১ জুন) সন্ধ্যা ৭টা থেকে এ নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। এর আগের দুই দিনও একই কারণে রাতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ ফয়সাল বলেন, এ নৌ রুটে সকাল থেকে সীমিত আকারে ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছিল। তবে সন্ধ্যার থেকে নদীতে তীব্র স্রোত দেখা দেওয়ায় নৌ যান ও যাত্রী নিরাপত্তায় দুর্ঘটনা এড়াতে সন্ধ্যা ৭টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। তীব্র স্রোতের কারণে ৩ দিন যাবত রাতে ফেরি চলাচল বন্ধ রাখা হচ্ছে।

তিনি আরও বলেন, নদীতে স্রোত কমে এলে সকালে পুনরায় ফেরি সচল হবে। তবে ফেরি ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় যানবাহনের তেমন উপস্থিতি নেই।

সারাবাংলা/একেএম

বিজ্ঞাপন
সর্বশেষ

দু’দিনে ভারতে ৯৯ টন ইলিশ রফতানি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৪

সম্পর্কিত খবর