Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রাথমিক বিদ্যালয়ে ১৯ দিনের ছুটি

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ জুন ২০২২ ১৭:০১ | আপডেট: ২৫ জুন ২০২২ ১৭:০৮

ঢাকা: ইদুল আজহা, গ্রীষ্মকাল ও আষাঢ়ে পূর্ণিমা উপলক্ষে ২৮ জুন থেকে ১৬ জুলাই পর্যন্ত মোট ১৯ দিন ছুটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (২৫ জুন) প্রাথমিক শিক্ষা অধিদফতর এক অফিস আদেশে এ ছুটির ঘোষণা দিয়েছে।

আদেশে বলা হয়— সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২২ সালের ছুটি তালিকায় গ্রীষ্মকালীন ছুটি ১৬ থেকে ২৩ মে নির্ধারিত ছিল। শিক্ষকদের শ্রান্তি (পরিশ্রমজনিত অবসাদ) বিনোদন ছুটির সুবিধার্থে আগে নির্ধারিত গ্রীষ্মকালীন ছুটি ১৬ থেকে ২৩ মের পরিবর্তে ২৮ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত সমন্বয় করে নির্ধারণ করা হয়েছে।

আগামী ২৮ জুন থেকে ৫ জুলাই গ্রীষ্মকালীন ছুটি এবং ৬ থেকে ১৬ জুলাই পর্যন্ত ইদুল আজহা ও আষাঢ়ে পূর্ণিমা উপলক্ষে প্রাথমিক বিদ্যালয়ে সরাসরি পাঠদান বন্ধ থাকবে।

উল্লেখ্য, দেশে ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে এমনিও বেশিরভাগ সরকারি বিদ্যালয়ে শ্রেণী কার্যক্রম আপাতত স্থগিত রয়েছে।

সারাবাংলা/টিএস/একে

ইদুল আজহা প্রাথমিক বিদ্যালয় সরকারি ছুটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর