Tuesday 01 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেত্রকোনায় বন্যার পানিতে ভাসছিল যুবকের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ জুন ২০২২ ১৯:০৩

নেত্রকোনা: মদনে এক হাওরে বন্যার পানি থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল শনিবার রাতে উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বালালী গ্রামের সামনের হাওরের পানিতে মরদেহটি ভাসছিল। দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন।

রোববার (২৬ জুন) পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বন্যার পানির ঢেউয়ে মরদেহটি বাললী গ্রামের সামনের হাওরে ভাসতে থাকে। মানুষের মরদেহ নিশ্চিত হয়ে স্থানীয়রা মদন থানার পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম বলেন, ‘অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আমি নিজেও ঘটনাস্থলে গিয়েছিলাম। ঊর্দ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে কথা হচ্ছে।’

সারাবাংলা/এমও

নেত্রকোনা বন্যার পানি যুবকের মরদেহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর