ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় বিল্লাল হোসেন (১৮) নামের এক যুবকের মরদেহ করেছে পুলিশ। সোমবার (৯ জুন) দুপুরে উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের একটি হাফেজিয়া মাদরাসার পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত বিল্লাল হোসেন ওই উপজেলার নুরুল্লাগঞ্জ গ্রামের মৃত মোহম্মদ আলীর ছেলে।
পরিবারের লোকজন জানায়, রোববার বিকেল থেকে বিল্লালকে খুঁজে পাওয়া যায়নি। অনেক জায়গায় খোঁজাখুজি করে ও তার কোনো সন্ধান মেলেনি। সোমবার দুপুরে লোকজন গোসল করতে গিয়ে বেলালের মরদেহ ভাসতে দেখে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন নিহতের পরিবারের লোকজনের বরাত দিয়ে বলেন, বিল্লাল কিছুটা প্রতিবন্ধী ও সহজ-সরল লোক ছিলেন। তার কোনো শত্রু ছিল না। স্বজনদের ধারণা বিল্লাল পুকুরে গোসল করতে নেমে ডুবে মারা গেছেন।
এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।