Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরা সীমান্তে ৭৫টি উটপাখির বাচ্চাসহ বিপুল স্বর্ণ উদ্ধার


২১ এপ্রিল ২০১৮ ১৫:২৯ | আপডেট: ২১ এপ্রিল ২০১৮ ১৫:৫৪

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

সাতক্ষীরা: সাতক্ষীরা সীমান্ত থেকে ৭৫টি উটপাখির বাচ্চা ও ৯৯টি সোনার গহনা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিপুল টাকার এ সামগ্রীগুলো ভারত থেকে পাচার হয়ে বাংলাদেশে আসছিল বলে জানিয়েছে বিজিবি।

শ‌নিবার (২১ এ‌প্রিল) ভোরে সদর উপ‌জেলার কুশখালী ও পদ্মশাখরা সীমান্ত থে‌কে এগুলো উদ্ধার করা হয়।

বিজিবি জানিয়েছে, সীমান্তের ওই দুটি এলাকা থেকে মোটা অংকের মালামাল বাংলাদেশে প্রবেশ করছে এমন তথ্যে বিজিবি আগে থেকেই প্রস্তুত ছিল। ভোরে বিজিবি অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করে।

জব্দকৃত সোনার গহনার মধ্যে ১১টি চেইন, ১১টি নাকফুল ও ৭৭টি আংটি রয়েছে। এগুলোর মূল্য প্রায় ২ কোটি ৯৭ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি- ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, ঘটনার সত্যতা জানিয়ে বলেন, সীমান্তের পদ্মশাখরা থেকে উটপাখির বাচ্চা ও সদর উপজেলার কুশখালী  থেকে স্বর্ণের এ চালানটি উদ্ধার করে  টহলরত বিজিবি সদস্যরা।

আটক উটপাখির বাচ্চাগুলো প্রাণিসম্পদ অফিসে পরীক্ষা-নিরীক্ষা জন্য পাঠানো হয়েছে।

সারাবাংলা/টিএম/এমএস

** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook

বিজ্ঞাপন

সর্বদলীয় সভায় যাচ্ছে বিএনপি
১৬ জানুয়ারি ২০২৫ ১৪:৪৫

মুক্তি পেলেন বাবর
১৬ জানুয়ারি ২০২৫ ১৪:৩৬

আরো

সম্পর্কিত খবর