Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সবাইকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরার নির্দেশনা

সিনিয়র করেসপন্ডেন্ট
২৮ জুন ২০২২ ২০:১৭ | আপডেট: ২৯ জুন ২০২২ ০০:১১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: দেশে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সুপারিশ বাস্তবায়নের নির্দেশনা দিয়েছে সরকার। পরামর্শক কমিটির সুপারিশ অনুযায়ী দোকান, শপিং মল, বাজার ও হোটেল-রেস্টুরেন্টে ক্রেতা-বিক্রেতা সবাইকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরার নির্দেশনা দিয়েছে সরকার। নির্দেশনা অমান্য করলে আইন অনুযায়ী শাস্তি দেওয়া হবে বলেও জানানো হয়েছে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপনে।

মঙ্গলবার (২৮ জুন) মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ খোরশেদ আলম খানের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে বলা হয়, সাম্প্রতিককালে সারাদেশে কোভিড-১৯ আক্রান্তের হার দ্রুতগতিতে বাড়ছে। তবে জনসাধারণের মধ্যে মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি অনুসরণে যথেষ্ট শৈথিল্য দেখা যাচ্ছে বলে সরকারের উচ্চ মহলে আলোচনা হচ্ছে। এ পরিস্থিতিতে কোভিড-১৯ জাতীয় কারিগরি পরামর্শক কমিটির ১৪ জুনের সভায় গৃহীত সুপারিশ প্রতিপালনের জন্য এবং কোভিড প্রতিরোধ করতে নির্দেশনা বাস্তবায়নের অনুরোধ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

নির্দেশনাগুলো হলো—

১. স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জনসাধারণকে উদ্বুদ্ধ করতে সব গণমাধ্যমে অনুরোধ জানাতে হবে;

২. সব ক্ষেত্রে মাস্ক পরা বাধ্যতামূলক করা। ‘নো মাস্ক নো সার্ভিস’ নীতি প্রয়োগ করা, সামাজিক দূরত্ব বজায় রাখা, জনসমাগম যথাসম্ভব বর্জন করতে হবে;

৩. ধর্মীয় প্রার্থনারত স্থানগুলোতে (মসজিদ, মন্দির, গির্জা ইত্যাদি) মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে;

৪. জ্বর, সর্দি, কাশি বা কোভিড-১৯ এর উপসর্গ দেখা দিলে কোভিড টেস্ট করার জন্য উদ্বুদ্ধ করতে হবে;

৫. দোকান, শপিং মল, বাজার ও হোটেল-রেস্টুরেন্টে ক্রেতা-বিক্রেতা সবাইকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে। অন্যাথায় আইনি শাস্তির সম্মুখীন হতে হবে; এবং

৬. স্বাস্থ্যবিধি প্রতিপালন ও মাস্ক পরিধানের বিষয়ে সব মসজিদে জুমার নামাজে খুতবায় ইমামরা সংশ্লিষ্টদের সচেতন করবেন।

সারাবাংলা/এসবি/টিআর

টপ নিউজ মন্ত্রিপরিষদ বিভাগ মাস্ক পরা মাস্ক পরার নির্দেশনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর