স্কটল্যান্ডে ফের স্বাধীনতার প্রশ্নে গণভোট
২৮ জুন ২০২২ ২০:২৪
ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের প্রশ্নে ২০২৩ সালের ১৯ অক্টোবর ফের গণভোট আয়োজনের লক্ষ্যে স্কটল্যান্ডের পার্লামেন্টে একটি বিল উত্থাপনের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন দেশটির ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজিওন।
এর আগে, ২০১৪ সালে স্বাধীনতার প্রশ্নে আয়োজিত গণভোটে ৫৫ লাখ নাগরিকের মধ্যে ৫৫ শতাংশ ‘না’ ভোট দিয়েছিলেন। তবে, সে সময় ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে আসার বিরুদ্ধেও সংখ্যাগরিষ্ট মতামত গিয়েছিল। তার তোয়াক্কা না করেই ব্রিটেন যেহেতু ইইউ থেকে বেরিয়ে এসেছে। তাই, স্বাধীনতার প্রশ্নেও দ্বিতীয় দফা ভোট আয়োজনের যৌক্তিকতা দেখছেন সংশ্লিষ্টরা।
এ ব্যাপারে স্কটিশ ফার্স্ট মিনিস্টার বলেন, স্বাধীনতার প্রশ্নে গণভোটের ব্যাপারে তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে লিখিতভাবে জানাবেন। তবে, এ ব্যাপারে চূড়ান্ত মীমাংসা করবে ব্রিটেনের আদালত।
তবে বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে, ব্রিটেনে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি স্কটল্যান্ডে রয়েছে বিরোধীদলের ভূমিকায়। তাই, স্বাধীনতার প্রশ্নে গণভোটের প্রস্তাবেরও তারা কঠোরভাবে বিরোধীতা করবে।
সারাবাংলা/একেএম