নেত্রকোনায় সবার নজর কেড়েছে ‘কালাপাহাড়’
২৯ জুন ২০২২ ১৯:১৭
নেত্রকোনা: আসন্ন কোরবানির ইদে জেলার বাজারে সবার নজর কেড়েছে ‘কালাপাহাড়’। সদর উপজেলার মৌগাতী ইউনিয়নের হাটখলা গরদী বাগানবাড়ী গ্রামের মো. অলিউল্লাহ দুই বছর আগে শখ করে একটি বাছুর কিনে লালনপালন করেন। কালো হওয়ায় বাছুরটিকে আদর করে নাম রাখেন ‘কালাপাহাড়’। প্রতিদিন ষাঁড় গরুটিকে দেখাতে তার বাড়িতে ভিড় করেছেন মানুষ।
খড়, তাজা ঘাস, খৈল, ভুসি, চালের কুঁড়া, ভুট্টা, ভাতসহ পুষ্টিকর খাবার দিয়ে বড় করে তুলেছেন কালাপাহাড়কে। বাছুরটির দৈনিক খাবারের তালিকায় কোনো ধরনের ক্ষতিকর ট্যাবলেট ও ইনজেকশন দেওয়া হয়নি বলে জানান অলিউল্লাহ। এটি খুব শান্ত স্বভাবের কারণে সবাই হাত দিয়ে আদর করতে পারে। কেউ তার কাছে যেতে ভয় পায় না।
এই কোরবানির ইদে ‘কালাপাহাড়’ বিক্রয় করবেন অলিউল্লাহ। গরুটির ওজন প্রায় ২১ মণ মাপা হয়েছে (৮৪০ কেজি)। গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, মৌগাতী ইউনিয়নের হাটখলা গরদী বাগানবাড়ী এলাকায় এর আগে এত বড় ষাঁড় গরু আর দেখা যায়নি। এর চলন অনেক ধীর ও রাজকীয় স্টাইলের। কালাপাড়ারকে দেখার জন্য প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে উৎসুক জনতার পাশাপাশি ভিড় করছেন ব্যাপারীরা।
এ বিষয়ে অলিউল্লাহ বলেন, ‘আমি অনেক কষ্ট করে কালাপাহাড়কে লালনপালন করেছি। এবার ইদের বাজারে ভালো দাম পেলে ষাঁড়টিকে বিক্রি করব।’ গরু কিনতে আগ্রহীদের ০১৭১৭২৪৯১৩৪ নম্বরে যোগাযোগ করতে বলেন তিনি।
তিনি আরও বলেন, আমি একে পরিবারের সদস্যদের মতো আদর করে পালন করেছি। তাই একে নিজ বাড়িতে কোরবানি দিতে পারব না বলে বিক্রি করে দেব। এক সময় ভাবতাম এটি বড় হলে কোরবানি দেব। পরবর্তী সময়ে সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হয়েছি। এটি বিক্রির টাকা দিয়ে আর একটি গরু কিনে কোরবানি দেওয়ার বিষয়ে পারিবারিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সারাবাংলা/এনএস