Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নড়াইলে দুইপক্ষের সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ৫


২১ এপ্রিল ২০১৮ ১৭:২১ | আপডেট: ২১ এপ্রিল ২০১৮ ১৮:০০

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

নড়াইল: আধিপত্য বিস্তার নিয়ে নড়াইলের লোহাগড়া উপজেলার পারমল্লিকপুর গ্রামে দুইপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে গুলিবিদ্ধ ৫ জনসহ মোট সাতজন আহত হয়েছেন। নিহতের নাম আবুল খায়ের (৩৮)। তিনি পারমল্লিকপুরের মোয়াজ্জেম হোসেন মকিম মৃধার ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে লোহাগড়ার পারমল্লিকপুর গ্রামে দীর্ঘদিন ধরে ঠাকুর ও মৃধা গ্রুপের মধ্যে দ্বন্দ্ব-সংঘাত চলে আসছিল। এর জের ধরে শনিবার (২১ এপ্রিল) সকালে ঠাকুর গ্রুপের লোকজন মৃধা গ্রুপের লিটু (৫০) ও আকরামকে (৪৫) কুপিয়ে গুরুতর জখম করে।

পরে মৃধা গ্রুপের লোকজন ঠাকুর গ্রুপের খায়েরকে (৩৮) কুপিয়ে গুরুতর জখম করে। আহত খায়েরকে ঢাকার নেওয়ার পথে মারা যান।

সংঘর্ষের ঘটনায় খবর পেয়ে পুলিশে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় তারা ২০ রাউন্ড শটগানের গুলি ছুঁড়ে।

এ ঘটনায় পারমল্লিকপুর গ্রামের তৃতীয় শ্রেণির ছাত্রী পিংকি খানমসহ আনিস, রিয়াজুল ঠাকুর, নিয়ন ও সজীব শেখ শটগানের গুলিতে আহত হয়েছেন। তাদের শরীরের বিভিন্ন স্থানে গুলি লেগেছে।

আহতদের প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়।

লোহাগড়া থানার ওসি শফিকুল ইসলাম জানান, এলাকায় আধিপত্য নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ২০ রাউন্ড শটগানের গুলি ছুঁড়ে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

সারাবাংলা/টিএম/এমএস

** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook

বিজ্ঞাপন

সর্বদলীয় সভায় যাচ্ছে বিএনপি
১৬ জানুয়ারি ২০২৫ ১৪:৪৫

মুক্তি পেলেন বাবর
১৬ জানুয়ারি ২০২৫ ১৪:৩৬

আরো

সম্পর্কিত খবর