Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষাব্যবস্থা দলীয়করণের কারণে শিক্ষকরা লাঞ্ছিত হচ্ছেন: বিরোধীদল

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ জুন ২০২২ ২২:২৮

ঢাকা: শিক্ষা ব্যবস্থা দলীয়করণের কারণে শিক্ষকরা লাঞ্জিত হচ্ছেন বলে মনে করেন বিরোধীদল জাতীয় পার্টি ও বিএনপি দলীয় সংসদ সদস্যরা। তারা বলেছেন, দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে চরম নৈরাজ্য চলছে। শিক্ষকদের ছত্র-ছায়ায় মাস্তানি করছে ছাত্ররা। তাদের হাতে শিক্ষকরা লাঞ্ছিত হচ্ছেন। দলীয়করণের কারণে এমন ঘটনা ঘটছে। এ সময় নড়াইলে অধ্যক্ষকে জুতার মালা পরানোসহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষক লাঞ্জিত ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩০ জুন) জাতীয় সংসদে বাজেট পাসের প্রক্রিয়ায় অংশ নিয়ে এ সব কথা বলেন তারা।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কী হচ্ছে?’ এ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিক বলেছেন, ‘ডাক্তার-প্রকৌশলী বানাচ্ছি, কিন্তু মানুষ বানাচ্ছি কতগুলো।’ দায়িত্ব তো উনিও এড়াতে পারেন না। উনি তো ঢাবির ভিসি ছিলেন। তার কোনো গবেষণা ছিল না। ডক্টরেট ডিগ্রি নেই, শুধুমাত্র রাজনৈতিক বিবেচনায় নিয়োগ পেয়েছেন। সমস্যাটা এখানে। যখন যে দল ক্ষমতায় আসবে, সেই দলের শিক্ষকদের পদোন্নতি হবে। তাদের ছত্রচ্ছায়ায় একশ্রেণির ছাত্রনেতারা মাস্তান হয়ে যায়।’

ঢাবির সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিকের ডক্টরেট ডিগ্রি নিয়ে কাজী ফিরোজ রশীদের অভিযোগ অবশ্য সত্য নয়। ১৯৮৬ সালে আরেফিন সিদ্দিক ভারতের মহীশুর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

নড়াইলে অধ্যক্ষকে জুতার মালা পরানোর ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ফিরোজ রশীদ বলেন, ‘নড়াইলে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে জুতোর মালা দিয়ে ঘুরানো হয়েছে। তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। সাভারে একজন শিক্ষককে হত্যা করা হয়েছে। হত্যাকারী কিশোর গ্যাংয়ের কাছে ‘দাদা’ বলে পরিচিত। ওই শিক্ষা প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সদস্য তার আত্মীয়, আরেকজন শিক্ষক তাকে প্ররোচিত করেছেন। সেই শিক্ষক আবার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। শিক্ষার জায়গাটা নষ্ট হয়ে গেছে।’

মাদরাসা শিক্ষাব্যবস্থা নিয়ে সংসদ সদস্য ফখরুল ইমামের সমালোচনার জবাবে ফিরোজ রশীদ বলেন, ‘ধর্মীয় শিক্ষা নিয়ে তো কথা বাড়ানোর দরকার নেই। হাফপ্যান্ট আর গেঞ্জি পরিয়ে ছেড়ে দেবেন। এই দেশে এটা তো হবে না। এগুলো বাদ দিয়ে আসল শিক্ষায় আসেন। শুধু শিক্ষার মান নয়, নৈতিকতাও কমেছে।’

বিজ্ঞাপন

শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটিকেও শক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

বিএনপিদলীয় সংসদ সদস্য হারুনুর রশীদ বলেন, ‘আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষা র‌্যাংকিংয়ে আমরা কোন জায়গায় আছি? পাঁচ হাজারের মধ্যেও নেই। এরপর শিক্ষা প্রতিষ্ঠানগুলো দলীয় প্রভাবে চলছে। এবিষয়গুলো বিবেচনায় নিয়ে শিক্ষা খাতের উন্নয়নে পদক্ষেপ নিতে হবে।’

তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মান নিচে নেমে গেছে। সবক্ষেত্রে অবক্ষয়ের চূড়ান্ত পর্যায়ে আছি। এর কারণ জবাবদিহিতার অভাব।’

তিনি বেসরকারি শিক্ষায় করারোপ প্রত্যাহারের দাবি জানান।

বিএনপি’র রুমিন ফারহানা বলেন, ‘শিক্ষার ক্ষেত্রে মানটাই বড় সমস্যা। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার জরিপে দেখা যায়, শিক্ষার মানে ক্রম অবনমন। র‌্যাংকিংয়ে ধস নেমেছে। বর্তমান সরকার দীর্ঘ দিন ক্ষমতায় থাকলেও আন্তর্জাতিক র‌্যাংকিংয়ের জন্য কোনো সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব হয়নি।’

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক বলেন, ‘বিবিএসের রিপোর্ট অনুযায়ী প্রতি বছর বাংলাদেশে প্রায় ১৮-২০ লাখ নতুন চাকরিপ্রত্যাশী জব মার্কেটে প্রবেশ করেন। তারমধ্যে দেশ-বিদেশ মিলিয়ে ৫-৬ লাখের কর্মসংস্থান হয়। বাকি সবাই থাকে বেকার। এই বেকারের মধ্যে শিক্ষিত বেকার। যে শিক্ষা ব্যবস্থায় বেকারত্ব তৈরি করে, কর্মবিমুখ যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থা আমরা কেন রাখব?’

কর্মবিমুখ শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করে কর্মমুখী শিক্ষা ব্যবস্থা চালুর দাবি জানান তিনি।

সারাবাংলা/এএইচএইচ/একে

টপ নিউজ দলীয়করণ শিক্ষক লাঞ্ছনা শিক্ষা ব্যবস্থা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর