শিক্ষার্থীকে বলাৎকারের মামলায় সাউথ পয়েন্টের শিক্ষক কারাগারে
১ জুলাই ২০২২ ১৮:৫৯
ঢাকা: রামপুরায় তৃতীয় শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগের মামলায় সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক রোকনুজ্জামান খানের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার (১ জুলাই) মামলাটির তদন্ত কর্মকর্তা রামপুরা থানার উপ-পরিদর্শক (নিরস্ত্র) তওফিকা ইয়াসমিন দুই দিনের রিমান্ড শেষে আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।
শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত এ আদেশ দেন।
৯ বছরের শিক্ষার্থী বলাৎকার: সাউথ পয়েন্টের শিক্ষক রিমান্ডে
এদিন আসামির পক্ষে তার আইনজীবী জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে, গত ২৭ জুন এ আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
গত ৮ জুন শিক্ষক রোকনুজ্জামান খান ওই শিক্ষার্থীকে ভয়-ভীতি দেখিয়ে স্কুলের টয়লেটে বলাৎকার করে। এ ঘটনা জানার পর ওই শিক্ষার্থীর বাবা ২২ জুন রামপুরা থানায় মামলা করেন।
সারাবাংলা/এআই/এমও