Friday 11 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৌদি আরব পৌঁছেছেন ৫০ হাজার হজযাত্রী, শেষ ফ্লাইট কাল

সিনিয়র করেসপন্ডেন্ট
২ জুলাই ২০২২ ১৯:৪৮

ঢাকা: বিমান বাংলাদেশ এয়ার লাইন্সসহ তিনটি এয়ার লাইন্সের ১৩৯টি হজ ফ্লাইটে এ পর্যন্ত ৫০ হাজার ২১৮ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। হজযাত্রীদের নিয়ে শেষ ফ্লাইট সৌদি আরবে যাবে রোববার (৩ জুলাই)। শনিবার (২ জুলাই) ঢাকায় হজ অফিসের এক বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিনে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের ৭৭টি, সৌদি এয়ার লাইন্সের ৫৩টি এবং ফ্লাইনাস এয়ার লাইন্সের ৯টি হজ ফ্লাইটে এসব হজযাত্রী নিরাপদে সৌদি আরবে পৌঁছেছেন।

বিজ্ঞাপন

বুলেটিনে আরও বলা হয়, মোট ১৩৯টি হজ ফ্লাইটে ৩ হাজার ৩৮৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৬ হাজার ৮৩৩ জন হজযাত্রী সৌদি আরব গিয়েছেন। এবার ৩৫৯টি হজ এজেন্সির মাধ্যমে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৬০ হাজার হজযাত্রী সৌদি আরব যাবেন।

উল্লেখ্য, আগামী ৮ জুলাই পবিত্র হজ অনুষ্ঠিত হবে। ১৪ জুলাই হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হবে। শেষ ফিরতি ফ্লাইট থাকবে ৪ আগস্ট । গত ৫ জুন থেকে হজ ফ্লাইট শুরু হয়। এ পর্যন্ত বিভিন্ন কারণে তিন নারীসহ ১০ হজযাত্রী ইন্তেকাল করেছেন। এর মধ্যে মক্কায় আট জন ও মদিনায় দু’জন হজ যাত্রী ইন্তেকাল করেন। [খবর: বাসস]

সারাবাংলা/পিটিএম

টপ নিউজ হজযাত্রী

বিজ্ঞাপন
সর্বশেষ

একদিনেই বন্ধ কাটা ইলিশ বিক্রি
১১ অক্টোবর ২০২৪ ২২:২০

সম্পর্কিত খবর