সোনালী ব্যাংকের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, গ্রেফতার ৫
২১ এপ্রিল ২০১৮ ১৮:০৪ | আপডেট: ২১ এপ্রিল ২০১৮ ১৮:০৯
।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা: ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে সোনালী ব্যাংক নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়া জালিয়াত চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন, মো. আহসানুজ্জামান, মো. মমিনুল ইসলাম মমিন (২৯), রিয়াশদ হোসেন সেতু (৩০), মো. রাশিদুল ইসলাম তাজুল (৩১) ও মো. শামসুজ্জামান পলাশ (২৯)।
শনিবার (২১ এপ্রিল) ক্যান্টনমেন্ট আঞ্চলিক টিমের অতিরিক্ত উপকমিশনার গোলাম সাকলায়েন শিথিল সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গতকাল শুক্রবার অনুষ্ঠিত হওয়া সোনালী ব্যাংকের নিয়োগ পরীক্ষায় রাজধানীর ইডেন মহিলা কলেজ, লালমাটিয়া উচ্চ বালিকা বিদ্যালয় এবং তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে অংশগ্রহণ করে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিভাইস ব্যবহারকারী পাঁচ জনকে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে লালবাগ এলাকা থেকে গ্রেফতার করা হয়।
এ ছাড়াও তাদের বিরুদ্ধে মোটা অংকের টাকার বিনিময়ে হলের বাইরে থেকে প্রশ্নের উত্তর সরবরাহ করার অভিযোগ আছে।
এর আগে গত ৭ এপ্রিল একই অভিযোগে ডিবি (উত্তর) রাজধানী থেকে ১০ জনকে ও ১৭ এপ্রিল ৩ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।
সারাবাংলা/ইউজে/এমআই