Thursday 28 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আলো হাতে শিক্ষক সমাজের পাশে বিশিষ্টজনেরা

সারাবাংলা ডেস্ক
২ জুলাই ২০২২ ২১:৫২

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে আলোক প্রজ্বলনের মধ্য দিয়ে শিক্ষক হত্যা ও লাঞ্ছনা এবং শিক্ষা প্রতিষ্ঠানে সাম্প্রদায়িক সহিংসতা রুখে দাঁড়ানোর দাবি জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনেরা।

শনিবার (২ জুলাই) নগরীর চেরাগি চত্বরে ‘পিপলস ভয়েস’ নামে একটি সংগঠনের উদ্যোগে এ কর্মসূচী পালন করা হয়েছে। নড়াইলে একটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে জুতোর মালা পরিয়ে লাঞ্ছিত করা এবং সাভারের একটি কলেজের শিক্ষক উৎপল কুমার সরকার ছাত্রের হাতে খুন হওয়ার প্রতিবাদে এ কর্মসূচীর আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

এসময় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, চট্টগ্রাম কেন্দ্রের সাবেক সভাপতি দেলোয়ার মজুমদার বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানে সাম্প্রদায়িকতার যে চর্চা চলছে, তার মধ্য দিয়ে মানুষ গড়ার পথ রুদ্ধ হচ্ছে। সমাজের প্রতিটি ক্ষেত্রে সাম্প্রদায়িকতার চর্চা বন্ধ করা না গেলে দেশে মুক্তবুদ্ধির চর্চা দিন দিন অবরুদ্ধ হবে।’

পিপলস ভয়েসের সভাপতি শরীফ চৌহান বলেন, ‘সাম্প্রদায়িক অপশক্তি বিভিন্ন সময়ে শিক্ষক, লেখকসহ প্রগতিশীল আন্দোলনের মানুষদের ওপর হামলার ঘটনা ঘটেছে। অতীতে বিভিন্ন ঘটনা ঘটলেও বিচার না হওয়ার সুযোগে তারা এ ধরনের হামলা নির্যাতন বার বার করছে। অবিলম্বে শিক্ষক নির্যাতন ও হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’

পিপলস ভয়েসের সাধারণ সম্পাদক আতিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চট্টগ্রাম জেলার সভাপতি অশোক সাহা, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক আবু তাহের চৌধুরী, জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবুল, অধ্যাপক মু. ইদ্রিস আলী, নাট্যজন প্রদীপ দেওয়ানজী, সংস্কৃতিকর্মী রোকসানা বন্যা, শিক্ষক মার্গারেট মনিকা জিন্স, মিনু মিত্র, স্বপন কুমার সাহা, বিবি কাউসার, উন্নয়নকর্মী উৎপল বড়ুয়া এবং শিপ্রা দাশসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/এনএস

আলোক প্রজ্বলন চট্টগ্রাম

বিজ্ঞাপন

আবার একসঙ্গে দুই খান
২৮ নভেম্বর ২০২৪ ১৮:৩৪

আরো

সম্পর্কিত খবর