Thursday 24 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইদেও মোটরসাইকেল চলবে না পদ্মা সেতুতে

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ জুলাই ২০২২ ১৪:৪৭ | আপডেট: ৩ জুলাই ২০২২ ১৫:৪৬

ঢাকা: ইদুল আজহার আগে পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলার সম্ভাবনা নেই। মন্ত্রিপরিষদের সভায় এ নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

রোববার (৩ জুলাই) মন্ত্রিসভার বৈঠকের পর ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

ব্রিফিংয়ে তিনি আরও বলেন, ‘পদ্মা সেতুতে স্পিড গান এবং সিসি ক্যামেরা বসানোর পর মোটরসাইকেল চলার সিদ্ধান্ত নেওয়া হবে।’

তবে এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আসছিলেন বাইকাররা। তারা আশা করেছিল ইদুল আজহার আগে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। তাদের এমন সম্ভাবনার কথা নাকচ করে দিলেন মন্ত্রিপরিষদ সচিব।

গত ২৬ জুন স্বপ্নের পদ্মা সেতু দিয়ে যান চলাচল শুরু হয়। তবে প্রথম দিনে মোটরসাইকেল দুর্ঘটনা, বাইক থামিয়ে সেতুতে ছবি তোলাসহ নানা বিভ্রাট সৃষ্টি হয়।

পরের দিন (২৭ জুন) ভোর ৬টা থেকে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা করে সেতু বিভাগ।

আদেশে বলা হয়েছিল— পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে।

সারাবাংলা/এএইচএইচ/একে

টপ নিউজ পদ্মা সেতু মোটরসাইকেল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর